অনেক সময় Microsoft Word এ কাজ করার সময় Scroll bar হারিয়ে যায়/ফেলি। যার দরুন আমরা পরের Page এ যেতে পারিনা (যদি Scroll মাউস না থাকে)। কিন্তু আমরা অতি সহজেই এটি ফিরিয়ে আনতে পারি। যা করতে হবেঃ- Microsoft Word ওপেন করার পর ক্লিক Tools > Option > View > Horizontal Scroll bar এবং Vertical scroll bar এর চেক বক্সে টিক চিহ্ন দিয়ে OK করে বের হয়ে আসুন ।
তাহলে আমরা Microsoft Word এর দুই পার্শে Scroll bar পাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন