শনিবার, ১৭ জানুয়ারী, ২০০৯
নিজশ্ব অ্যালার্ম তৈরি করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টাস্ক শিডিউলের মাধ্যমে নিজের জন্য সঙ্কেত পাওয়ার ব্যবস্থা করতে পারেন। যা আপনাকে প্রতি ঘন্টাই সময় জানিয়ে দিবে। এ জন্য Start/Accessories এ এ গিয়ে System tools-এর Schedule task-এ ক্লিক করতে হবে। এবার Add Schedule task-এ ডাবল ক্লিক করতে হবে। Schedule task wizard খুললে Browse বাটনে ক্লিক করে পছন্দের কন অডিও ফাইল (ওয়েব এম্পিথ্রি বা থ্রি ডি ফরম্যট ) ফাইল এর অবস্থান দেখিয়ে দিতে হবে। Perform this task-এ Daily এ ক্লিক করে Next বাটনে ক্লিক করতে হবে। Perform this task এর Everyday এ ক্লিক করতে হবে।এবার Next ক্লিক করে Open Advance Properties for this task when I click finish অপশন বাটনে ক্লিক করুন এবং Finish বাটনে ক্লিক করুন। নতুন যে উইজাড খুলবে সেখানকার Schedule ট্যবে ক্লিক করে Advance বাটনে ক্লিক করতে হবে।এখানকার Repeat task- এ Every 45 minutes সেট করুন। Duration- এ 1Hours সেট করে Ok করুন।এবার Apply দিএ Ok করুন। কম্পিউটার চালু অবস্থায় প্রতি ঘন্টাই আপনার পছন্দের মিউজিক শুনতে পাবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন