মনে করুন আপনার কম্পিউটারের কিবোর্ড (Keyboard) কাজ করছেনা, কিন্তু আপনার টাইপ (লেখা) অত্যন্ত জরুরী অথচ আপনার হাতের কাছে বিকল্প কিছু নাই । চিন্তিত হওয়ার কিছু নেই যদি আপনার কম্পিউটার এ Microsoft Windows Xp Install থাকে । কারন Microsoft Windows Xp তে On Screen Keyboard নামে একটি ডিফল্ট সফটওয়্যার থাকে । যার সাহায্য আপনি আতি সহজেই টাইপ বা লেখালেখির কাজ করতে পারেন, এবং কাজ শেষে Print করতে পারেন ।
এ জন্য আপনাকে যা করতে হবেঃ-
ক্লিক Start বাটন > All programs > Accessories > Accessibility > On-Screen keyboard । এর পর Microsoft Word/Notepad/WordPad ওপেন করুন, এবং On Screen Key-Board এ মাউস এর সাহায্য ক্লিক করে করে টাইপ / লেখার কাজ সম্পন্ন করুন ।
এখানে উল্লেখ্য যে, Notepad এ বাংলা টাইপ করা যায়না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন