প্রগ্রাম চালানোর সময় অনেক সময়ই ‘ইলিগাল অপারেশান’ বার্তা আসে ও সফটওয়্যার টি মাঝপথে বন্ধ হয়ে যায়। এটির কি কি সম্ভব্য কারন হতে পারে তা নিম্নে আলোচনা করা হলোঃ-
১। ত্রুটিযুক্ত প্রোগ্রাম ইন্সটল করলে ।
২। নস্ট বা করাপ্ট ফাইল এর কারনে ।
৩। ফ্লপি ডিস্কে ত্রুটি থাকলেও এ সমস্যা হতে পারে ।
৪। নস্ট সিডি থেকে কনো প্রোগ্রাম / গেম চালানো হলে উক্ত শতর্ক বার্তা আসতে পারে ।
৫। যে প্রগ্রাম চালানো হবে তা অন্য প্রোগ্রামের সঙ্গে না মিল্লে/খাপ না খেলে।
৬। কম্পিউটার ভাইরাস থাকার কারনে ও হতে পারে ।
৭। প্রোগ্রাম কডিং এ ত্রুটি থাকলে অথবা নস্ট বা বাতিল মেমরি ।
৮। সমস্যযুক্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ।
৯। মেমোরি ম্যানেজার ।
১০। উৎস্য থেকে যথাযথ প্রোগ্রাম পড়তে না পারলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন