শনিবার, ২৪ জানুয়ারী, ২০০৯
কোনো ফোল্ডারকে হাইড (Hide) করুন আপনার চোখের সামনে
প্রথমে যে ফোল্ডারটিকে হাইড (Hide) করতে চান সেই ফোল্ডার কে রিনেম (Rename) করুন কিবোর্ড হতে ‘Alt’ চেপে ০১৬০ কোড দিয়ে । এর পর ফোল্ডার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties হতে Customize সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করুন । এরপর বিভিন্ন ধরনের Icon হতে সাদা (Blank) Icon সিলেক্ট করে OK করুন, দেখবেন আপনার চোখের সামনে ফোল্ডারটি গায়েব (অদৃশ্য) হয়ে গেলো ।
পুনরায় ফোল্ডারটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ফোল্ডারটিকে সিলেক্ট করে রিনেম (Rename) করতে হবে যেকোন নাম দিয়ে । এর পর ফোল্ডার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties হতে Customize সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করুন । এবার বিভিন্ন ধরনের Icon হতে একটি Icon যুক্ত ফোল্ডার সিলেক্ট করে OK করুন, দেখুন আপনার সামনে ফোল্ডারটি দৃশ্যমান হয়েছে।
উল্লেখ্যঃ- অদৃশ্য ফোল্ডারটিকে কিভাবে বের (অবস্থান নির্নয়) করবেন ?
যেখানে আপনি ফোল্ডারটি রেখেছেন সেখানে এক কোনায় মাউস এর ‘left’ ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করতে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন