মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০০৯

Link

Get subscribers

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০০৯

photoshop cs

শনিবার, ১৩ জুন, ২০০৯

ডেস্কটপের ছবি কেউ বদলাতে পারবে না

Start/Run/gpedit.msc লিখে ok এরপর User Configuration/Administrative Templates/Control Pannel/Display তে গিয়ে Prevent changing walpaper এ দুই ক্লিক করুন এর পর enabled নির্বাচন করে Apply/Ok করুন ।

মঙ্গলবার, ৯ জুন, ২০০৯

কম্পিউটারের আইপি এ্যাড্রেস বের করতে

কম্পিউটারের আইপি এ্যাড্রেস বের করতে হলে Start/Run >cmd লিখে Ok করুন । এর পর কম্যান্ড প্রমট এ ipconfig লিখে এন্টার করুন। এরপর এখানে /all লিখতে হবে।

রবিবার, ৮ মার্চ, ২০০৯

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০০৯

Microsoft Word Scroll bar সমস্যা

অনেক সময় Microsoft Word এ কাজ করার সময় Scroll bar হারিয়ে যায়/ফেলি। যার দরুন আমরা পরের Page এ যেতে পারিনা (যদি Scroll মাউস না থাকে)। কিন্তু আমরা অতি সহজেই এটি ফিরিয়ে আনতে পারি।
যা করতে হবেঃ-
Microsoft Word ওপেন করার পর ক্লিক Tools > Option > View > Horizontal Scroll bar এবং Vertical scroll bar এর চেক বক্সে টিক চিহ্ন দিয়ে OK করে বের হয়ে আসুন ।







তাহলে আমরা Microsoft Word এর দুই পার্শে Scroll bar পাব।

রবিবার, ২৫ জানুয়ারী, ২০০৯

কিবোর্ড (Keyboard) ছাড়াই টাইপ করবেন কিভাবে?

মনে করুন আপনার কম্পিউটারের কিবোর্ড (Keyboard) কাজ করছেনা, কিন্তু আপনার টাইপ (লেখা) অত্যন্ত জরুরী অথচ আপনার হাতের কাছে বিকল্প কিছু নাই । চিন্তিত হওয়ার কিছু নেই যদি আপনার কম্পিউটার এ Microsoft Windows Xp Install থাকে । কারন Microsoft Windows Xp তে On Screen Keyboard নামে একটি ডিফল্ট সফটওয়্যার থাকে । যার সাহায্য আপনি আতি সহজেই টাইপ বা লেখালেখির কাজ করতে পারেন, এবং কাজ শেষে Print করতে পারেন ।
এ জন্য আপনাকে যা করতে হবেঃ-
ক্লিক Start বাটন > All programs > Accessories > Accessibility > On-Screen keyboard । এর পর Microsoft Word/Notepad/WordPad ওপেন করুন, এবং On Screen Key-Board এ মাউস এর সাহায্য ক্লিক করে করে টাইপ / লেখার কাজ সম্পন্ন করুন ।
এখানে উল্লেখ্য যে, Notepad এ বাংলা টাইপ করা যায়না ।

শনিবার, ২৪ জানুয়ারী, ২০০৯

কোনো ফোল্ডারকে হাইড (Hide) করুন আপনার চোখের সামনে


প্রথমে যে ফোল্ডারটিকে হাইড (Hide) করতে চান সেই ফোল্ডার কে রিনেম (Rename) করুন কিবোর্ড হতে ‘Alt’ চেপে ০১৬০ কোড দিয়ে । এর পর ফোল্ডার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties হতে Customize সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করুন । এরপর বিভিন্ন ধরনের Icon হতে সাদা (Blank) Icon সিলেক্ট করে OK করুন, দেখবেন আপনার চোখের সামনে ফোল্ডারটি গায়েব (অদৃশ্য) হয়ে গেলো ।


পুনরায় ফোল্ডারটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ফোল্ডারটিকে সিলেক্ট করে রিনেম (Rename) করতে হবে যেকোন নাম দিয়ে । এর পর ফোল্ডার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties হতে Customize সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করুন । এবার বিভিন্ন ধরনের Icon হতে একটি Icon যুক্ত ফোল্ডার সিলেক্ট করে OK করুন, দেখুন আপনার সামনে ফোল্ডারটি দৃশ্যমান হয়েছে।


উল্লেখ্যঃ- অদৃশ্য ফোল্ডারটিকে কিভাবে বের (অবস্থান নির্নয়) করবেন ?
যেখানে আপনি ফোল্ডারটি রেখেছেন সেখানে এক কোনায় মাউস এর ‘left’ ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করতে হবে।

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০০৯

Ctrl+Alt+Del অপশন

আপনার কম্পিউটার এর নিরাপত্তার খাতিরে, আপনি যদি আপনার PC তে Startup এর সময় Ctrl+Alt+Del অপশন পেতে চান তবে আপনাকে আবশ্যই administrator আথবা Administrators group এর একজন সদস্য হিসেবে (ঐ কম্পিউটার যেটা network domain এর অংশ ) logged on করতে হবে। এতেও যিদি না হয় তবে এটি পেতে হলে :-
(a) Control Panel থেকে User Accounts ওপেন করুন।
(b) Advanced tab ক্লিক করুন।
(c)প্রয়োজনিয় User কে এর আওতায় আনার জন্য select the Require users to press Ctrl+Alt+Delete check box.

administrator হিসেবে logged on করার পরও যদি Startup এর সময় Ctrl+Alt+Del অপশন না আসে তবে আন্যভাবেও এটা করা সম্ভব।
(a) Control Panel থেকে User Accounts ওপেন করুন।
(b) Change the way users log on or off এ ক্লিক করুন।
(c) use the welcome screen এর check box থেকে টিক মার্ক উঠিয়ে দিন এবং ওখান থেকে বের হয়ে আসুন।
Note:- Join your computer to a domain. That automatically removes the Welcome Screen login.

রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯

ইলিগাল অপারেশান

প্রগ্রাম চালানোর সময় অনেক সময়ই ‘ইলিগাল অপারেশান’ বার্তা আসে ও সফটওয়্যার টি মাঝপথে বন্ধ হয়ে যায়। এটির কি কি সম্ভব্য কারন হতে পারে তা নিম্নে আলোচনা করা হলোঃ-
১। ত্রুটিযুক্ত প্রোগ্রাম ইন্সটল করলে ।
২। নস্ট বা করাপ্ট ফাইল এর কারনে ।
৩। ফ্লপি ডিস্কে ত্রুটি থাকলেও এ সমস্যা হতে পারে ।
৪। নস্ট সিডি থেকে কনো প্রোগ্রাম / গেম চালানো হলে উক্ত শতর্ক বার্তা আসতে পারে ।
৫। যে প্রগ্রাম চালানো হবে তা অন্য প্রোগ্রামের সঙ্গে না মিল্লে/খাপ না খেলে।
৬। কম্পিউটার ভাইরাস থাকার কারনে ও হতে পারে ।
৭। প্রোগ্রাম কডিং এ ত্রুটি থাকলে অথবা নস্ট বা বাতিল মেমরি ।
৮। সমস্যযুক্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ।
৯। মেমোরি ম্যানেজার ।
১০। উৎস্য থেকে যথাযথ প্রোগ্রাম পড়তে না পারলে।

শনিবার, ১৭ জানুয়ারী, ২০০৯

নিজশ্ব অ্যালার্ম তৈরি করুন


উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টাস্ক শিডিউলের মাধ্যমে নিজের জন্য সঙ্কেত পাওয়ার ব্যবস্থা করতে পারেন। যা আপনাকে প্রতি ঘন্টাই সময় জানিয়ে দিবে। এ জন্য Start/Accessories এ এ গিয়ে System tools-এর Schedule task-এ ক্লিক করতে হবে। এবার Add Schedule task-এ ডাবল ক্লিক করতে হবে। Schedule task wizard খুললে Browse বাটনে ক্লিক করে পছন্দের কন অডিও ফাইল (ওয়েব এম্পিথ্রি বা থ্রি ডি ফরম্যট ) ফাইল এর অবস্থান দেখিয়ে দিতে হবে। Perform this task-এ Daily এ ক্লিক করে Next বাটনে ক্লিক করতে হবে। Perform this task এর Everyday এ ক্লিক করতে হবে।এবার Next ক্লিক করে Open Advance Properties for this task when I click finish অপশন বাটনে ক্লিক করুন এবং Finish বাটনে ক্লিক করুন। নতুন যে উইজাড খুলবে সেখানকার Schedule ট্যবে ক্লিক করে Advance বাটনে ক্লিক করতে হবে।এখানকার Repeat task- এ Every 45 minutes সেট করুন। Duration- এ 1Hours সেট করে Ok করুন।এবার Apply দিএ Ok করুন। কম্পিউটার চালু অবস্থায় প্রতি ঘন্টাই আপনার পছন্দের মিউজিক শুনতে পাবেন।